ads
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি-ফ্ল্যাট ও শত কোটি টাকার অবৈধ সম্পদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪১ বার পঠিত

যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট ও বাড়ি এবং জ্ঞাত আয় বহির্ভূত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আবদুস সোবহান গোলাপ সংসদ সদস্য হিসেবে পাবলিক সার্ভেন্ট হয়ে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থপাচার করে নিউইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ির মালিক হয়েছেন। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকা। এই সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কমিশন।

মামলার এজাহারে বলা হয়, আসামি আবদুস সোবহান গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন এবং তা ভোগদখলে রাখেন। এছাড়া তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট নামে ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারার এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102