বলিপাড়ায় এখন আলোচনায় তুঙ্গে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। আগামী ৯ ডিসেম্বরই রাজস্থানে সাত পাকে বাঁধা পড়বেন দুই তারকা। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের মতো ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীই যোগ দিবেন। আর এই বিয়ের অতিথির তালিকায় অনেক বলি তারকার নাম থাকলেও সেখানে খুঁজে পাওয়া যায়নি সালমান খানের নাম।
অভিনেত্রীর বিয়ের অতিথির তালিকায় ‘ভাইজান’র নাম না থাকার কারণ কি তাহলে প্রাক্তন প্রেমিককে বিয়েতে ডাকছেন না। নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে।
এদিকে জানা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের সময় মুম্বাই ছাড়তে যাচ্ছেন সালমান। একটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সৌদি আরব যাচ্ছেন তিনি। প্রাক্তনের বিয়ের আগেই গন্তব্যে পৌঁছবেন অভিনেতা।
এর আগে গত ১ ডিসেম্বর সালমান সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে জানান, রিয়াদে দেখা হবে আগামী ১০ ডিসেম্বর।
সৌদির রাজধানীতে আন্তর্জাতিক এরিনা প্যারেড জোনে ‘রিয়াদ সিজন ফেস্টিভাল’-এ যোগ দিবেন তিনি। সেখানে পারফর্ম করবেন এই অভিনেতা। অনুষ্ঠানে তার সঙ্গে আরও উপস্থিত থাকবেন শিল্পা শেঠি, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, সাই মাঞ্জরেকার, গুরু রান্ধওয়া, আয়ুষ শর্মা, কামাল খান, মনীশ পল এবং সুনীল গ্রোভার।
বর্তমানে ‘টাইগার-৩’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। সেখান থেকে ছুটি নিয়ে ক’দিনের জন্য দেশের বাইরে গিয়ে অনুষ্ঠান করবেন তিনি। নায়কের ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সালমান খান বুধবারের মধ্যে রিয়াদে পৌঁছবেন। সুতরাং, ভিকি-ক্যাটরিনার বিয়েতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।