টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আরটিভিতে জাহিদ হাসানের পরিচালনায় ‘হুলস্থুল টিভি’ ও মুসাফির রনির ‘টুইন ভিলেজ’ এবং বাংলাভিশনে ‘প্রবাসী গ্রাম’।
এর বাইরে অভিনেত্রী ‘কমলাপুরের বিজলী’- শিরোনামের একটি ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন। টিভি নাটকে ব্যস্ত থাকলেও এই অভিনেত্রী দর্শকের কাছে পরিচিতি পান ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এটি নির্মাণ করেন গুণী অভিনেত্রী সুচন্দা। প্রথম ছবিতেই অভিনেত্রী হিসেবে প্রশংসিত হন। কিন্তু এরপর আর তাকে নতুন কোনো ছবিতে দেখা যায়নি।
মাঝে একটি সিনেমা থেকে সরে এসেছেন বলেও সংবাদ প্রকাশ হয়। তবে অভিনেত্রী জানান, সেটি একটি টেলিছবির কাজ ছিল। নির্মাতা অভিনেত্রীকে টেলিছবি বলে সিনেমার কাজ করার চেষ্টা করেছেন। এটি জানতে পেরে তিনি সরে দাঁড়ান সেই কাজ থেকে। অবশেষে চলচ্চিত্র থেকে কেন দূরে আছেন সেটিও জানালেন তিনি। তার ভাষ্য, চলচ্চিত্রে যে ধরনের গল্প পাচ্ছি সেগুলো টিভি নাটকেও পাচ্ছি। তাহলে টিভি নাটকের গল্প দিয়ে কেন আমি সিনেমা করবো। সিনেমার উপযুক্ত গল্প যখন পাবো তখন আর নতুন ছবিতে না করবো না।