যৌতুকের মামলায় গ্রেপ্তার হয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
যৌতুক মামলায় পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার মোঃ আসলাম শেখ এর ছেলে।
ঢাকা থেকে লঞ্চে পিরোজপুর ফেরার পর রুবেলকে সকালে হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল। গ্রেপ্তারের পর রুবেলকে আদালতে হাজির করা হয়েছে।
২৫ লক্ষ টাকা যৌতুক দাবির অভিযোগে গত ১৫ জুলাই খুলনার একটি আদালতে রুবেল এবং তার মাকে আসামি করে মামলা দায়ের করেন রুবেলের স্ত্রী। রুবেলের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।