রংপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাড়াটে খুনি দিয়ে ননদকে হত্যার অভিযোগ উঠেছে ভাবীর বিরুদ্ধে। এমনকি মামলার পর তা তুলে নিতে নানা হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে নগরীর রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন করে গৃহবধূ আরজুমান বানুর পরিবার।
এ সময় স্বজনরা জানান, গত ১৯ মে মুলাটোল এলাকায় আরজুমান বানুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হলে অভিযান চালিয়ে আরমান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
নিহতের ভাবী রোকসানা বেগম তাকে দুই লাখ টাকা দেয়ার প্রলোভনে এ হত্যাকাণ্ড ঘটে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরমান। এরপর থেকে রোকসানা ও তার স্বজনরা মামলা তুলে নিতে বাদী এনায়েতকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।