চলে যাওয়া রফিক মজিদ
যদি তুমি চলে যাও কখনও যাবে- তবে, যাবার বেলায় বলে যেও ক’য়ে যেও দু’টি কথা কখন তুমি এসেছিলে আর, কখন তুমি চলে যাচ্ছ…!