রাংগামাটি প্রতিনিধিঃ অবশেষে বহু প্রতীক্ষিত জেলা সম্মেলনের ঘোষণা এলো কেন্দ্রীয় নেতার মুখ হয়েই। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলনের পাঁচদিন আগে,সকল প্রস্তুতির আশি ভাগ শেষ হওয়ার পর, ১৯ ফেব্রুয়ারি হুট করেই কেন্দ্রীয় নির্দেশনায় স্থগিত হয়ে যায় সম্মেলন। এরপর নানা সময়ে সম্মেলনে ‘হবে হবে..’ এমন কথা শোনা গেলেও বাস্তবতা হলো,এরই মধ্যে পেরিয়ে গেছে আরো দুইটি বছর ।
অতপর গতকাল ২১ মার্চ রাঙামাটি জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সভার প্রধান অতিথি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রতীক্ষিত সেই ঘোষণাই দিলেন। জানালেন-আগামী ২৪ মে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সাথে সাথে করতালিতে মুখর হয় ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গন।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের শীর্ষ একাধিক নেতা জানিয়েছেন,যেহেতু কেন্দ্রীয় নেতা ঘোষণা দিয়েছেন,তাই সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত তারিখেই হবে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলন।
এর আগে ২০১৯ সালে স্থগিত হয়ে যাওয়া সম্মেলনে সাধারন সম্পাদক পদে প্রার্থী ছিলেন বর্তমান সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর এবং সাবেক সাধারন সম্পাদক হাজী কামালউদ্দিন। এবারো একই প্রার্থীরা লড়বেন বলে শোনা যাচ্ছে। তবে এদের বাইরেও একই পদে চমক দিয়ে প্রার্থী হিসেবে মাঠে আসার কথা শোনা যাচ্ছে আরেক হেভিওয়েট নেতার !