ads
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম

রাঙামাটিতে রান্নাঘরের গ্যাসের আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪০ বার পঠিত

রাঙামাটিতে রান্না ঘরে গ্যাসের আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার বিকালে শহরের তবলছড়ির খানবাড়িসংলগ্ন ওমদা মিয়া হিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তেই লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই ২০ বসতঘর পুড়ে যায়।

এলাকাটির রাস্তাটি গলির মতো হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ।

তিনি জানান, তাৎক্ষণিক পুরোপুরি নিরূপণ সম্ভব না হলেও আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় দেড় কোটি টাকার হতে পারে বলে জানান তিনি।

রাঙামাটি পৌর ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবী জানান, ওই এলাকার জয়নালের রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে প্রকৃত ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও সেখানে ২০ পরিবারের বসবাস রয়েছে বলে জানান তিনি।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন জানান, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় লোকজনের দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ২০টি বসতঘর পুড়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102