মোঃ তারিকুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোতয়ালি থানার প্রাঙ্গণে ২শত শিশুর মাঝে এই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ করেন রাঙামাটির পুলিশ সুপার মো. মোদ্দাছ্ছের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগমসহ বিভিন্ন স্তরের উর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ২শত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এসময় বিভিন্ন মাদ্রাসার ২শত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।