ads
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম

রাজধানীতে এসবি’র পরিদর্শককে ছুরিকাঘাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

রাজধানীর শান্তিবাগে ময়লা ফেলা নিয়ে তর্ক-বিতর্কে নিজ বাসার নিচে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক আমজাদ হোসেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আমজাদ হোসেন বলেন, সন্ধ্যায় বাড়ির নিচতলায় একটি অফিসে বসে অন্যদের সঙ্গে আলাপ করছিলাম। এ সময়, সেখানে উপস্থিত আমাদের প্রতিবেশী হাফিজুর রহমান হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন। হাফিজকে শান্ত করার চেষ্টা করলে, সে তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে আমার ডান কানের ওপরে আঘাত করে।

এই ঘটনায় আহত পুলিশ পরিদর্শক আমজাদ হোসেনকে ভবনের বাসিন্দারা উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ডি এম শহিদুজ্জামান বলেন, আমজাদকে হাফিজ ও তার দুই সঙ্গী আক্রমণ করে। এ সময়, ভবনের অন্যান্য বাসিন্দারা এসে আমজাদকে উদ্ধার করে এবং হাফিজকে আটক করে। কিন্তু পরে হাফিজের আরো কয়েকজন সহযোগী ও পরিবারের সদস্যরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর আলম বলেন, ভবনের পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আমজাদকে ছুরিকাঘাত করেন হাফিজুর। এ ঘটনার পর থেকে তিনি পলাতক। তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102