নিজস্ব প্রতিনিধি; মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য রাজধানীতে ” আলোর মিছিল স্কুল” উদ্ভোধন করা হয়েছে।
সংস্থার ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রীদের জন্য এ স্কুল চালু করা হয়েছে।
এসময় “আলোর মিছিল স্কুল” র শিক্ষার্থীদের মাঝে ফ্রী শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কেরানীগঞ্জ মডেল শাখার সভাপতি আনোয়ার হোসেন খাঁন, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, হাবিবুর রহমান, সহ সভাপতি আঃ রব মাষ্টার, সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদিকা আফরোজা বেগম, কার্যকরী সদস্য আরিফুর হাসান সাগর, এসরাত হোসেন লিটনসহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন বলেন, স্থানীয় ছিন্নমূল শিশুরা যেন পড়ালেখা থেকে বঞ্চিত না হয়। তাদের পড়ালেখাসহ শিক্ষা উপকরণ বিনামূল্যে তাদের উপহার দেওয়া হবে। সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি ছিন্নমূলদের পাশে থেকে সহযোগিতা করবে।