ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম

রাজধানীতে স্বর্ণের বারের ছবি দেখিয়ে প্রতারণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

পাজেরোতে চড়ে পাঁচ তারকা হোটেলে ডেকে মোবাইলে দেখান স্বর্ণের বারের ছবি। অর্ধেক দামে সেই স্বর্ণ কিনতে গিয়েই এক কোটি ৩৫ লাখ টাকা হারিয়েছেন এক ব্যবসায়ী। এরপর দেয়ালে পিঠ ঠেকলে অভিযোগ করেন পুলিশের কাছে। পরে তেজগাঁওয়ের গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়েছে চার প্রতারক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একই পন্থায় অন্তত সাতজনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন।

তারা জানান, মাসে ৬ লাখ টাকা ভাড়ায় চড়তেন পাজেরোতে। মিটিংয়ে ডাকতেন পাঁচ তারকা হোটেলে। তারপর মোবাইলে দেখাতেন স্বর্ণের বারের ছবি। তাও অর্ধেক দামে। কিন্তু টাকা নেয়ার পর আর মিলতো না স্বর্ণের খোঁজ।

এভাবে অর্ধেক দামে স্বর্ণ কিনতে গিয়েই ১ কোটি ৩৫ লাখ টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ হন এক ব্যবসায়ী। প্রযুক্তির কৌশলে ধরা পড়ে প্রতারক রাফি।

রাফির সাথে ধরা পড়ে তার তিন সহযোগীও। পুলিশ জানিয়েছে, এই চক্রে আছে আরো কয়েকজন। তবে এ ধরনের প্রতারণার ঘটনায় ভুক্তভোগীদেরও দায় দেখছে পুলিশ। লোভে পড়ে বেশি লাভের আশাতেই প্রতারিত হচ্ছেন তারা।

রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে আসামি রাফিকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102