ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম

রাজধানীর ডেমরায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৭৭ বার পঠিত

রাজধানীর ডেমরা ডগাইর এলাকায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ (২৭) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. রুবেল জানান, ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজের রিকশা চালান তারা। সন্ধ্যায় কাজ শেষে রিকশা নিয়ে গ্যারেজে ফিরেন এরশাদ। তখন অটোরিকশাটির ব্যাটারি চার্জ দেয়ার সময় সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সোমবার দিনভর বৃষ্টির কারণে রিকশার গ্যারেজটিতে পানি জমে ছিল। সে পানির উপরেই অটোরিকশাটি রেখে ব্যাটারি চার্জ করছিলেন এরশাদ।

মৃত এরশাদের স্ত্রী হালিমা আক্তার জানান, তাদের বাড়ির শেরপুর সদর উপজেলায়। পরিবার নিয়ে ডগাইর মাজার রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন। ভাড়ায় অটোরিকশা চালান তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102