রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি লুট হওয়া স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, এ বিষয়ে দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফ করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রী ডি-ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণালংকার ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।