রাজধানীর বনানী আবাসিক এলাকার একটি বাসা থেকে মারিয়া (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই গৃহকর্মী ফাঁস আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানান।
বুধবার (১২ ডিসেম্বর) রাতে বনানী ৪৯ নম্বর বাসার ৯ নম্বর রোডের এফ ব্লকের একটি ছয়তলা বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত মারিয়ার ফুফু নাজমা পারভীন জানান, তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বিল্লাপাড়া গ্রামে। মারিয়ার বাবা রিকশাচালক বাহারুল ইসলাম। মা মনিরা খাতুন গৃহিণী। মারিয়া বনানীর ওই বাসায় দেড় বছর ধরে গৃহকর্তা মোমিন আলী ও গৃহবধূ জাহানারা আলীর বাসায় কাজ করতো। নাজমা নিজেও ওই বাসায় কাজ করেন। তিন বোন এক ভাইয়ের মধ্যে মারিয়া ছিল বড়।
নাজমা আরো জানান, মারিয়ার ছোট বোনকে কাজে দিতে চায় তার মা। কিন্তু মারিয়া তার ছোট বোনকে কাজে দিতে বারণ করে। এ বিষয় নিয়ে মারিয়ার সঙ্গে তার মায়ের কিছুদিন ধরে ঝগড়া হচ্ছিল। এ কারণে গতকাল রাত ৯টার দিকে সবার অজান্তে ছয়তলা বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে দেখতে পেয়ে নিজেরাই মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, গতরাতে খবর পেয়ে বনানীর ওই বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি মেঝেতে শায়িত অবস্থায় ছিল। মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে গতরাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।