ads
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম

রাজধানীর মোহাম্মদপুরে অফিস লক্ষ্য করে গুলি, ভিডিও ধারণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসার নিচতলার একটি অফিস লক্ষ্য করে মুখোশ পরা দুই যুবক গুলি ছুড়ে পালিয়ে গেছেন।

পুলিশ বলছে, বাড়িটি মনির আহমেদ নামে এক ব্যক্তির।

তার নিচতলার ব্যক্তিগত অফিসের সামনে গিয়ে দুর্বৃত্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে গুলি ছুড়ে পালিয়ে যান।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটের দিকে মোহাম্মদপুর শের শাহ সুরি রোডের ৭৫/বি বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মনির আহমেদ আগে চন্দ্রিমা হাউজিংয়ের ডিরেক্টর ছিলেন, বর্তমানে অবসরে আছেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন ঘটনার পর বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে তিনজন ওই বাড়ির সামনে এলেও মুখোশ পরা দুজন ওই অফিসের কাছে যান এবং একজন অফিসের ভেতরে একটি গুলি করেন। অপরজন সেটা মোবাইল ফোনে ভিডিও করেন। তবে ঘটনার সময় অফিস কক্ষে থাকা দুজন স্টাফ অক্ষত আছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে।

বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102