ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম

রাজবাড়ীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৭ বার পঠিত

রাজবাড়ীতে ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কল‌্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহিন্দ্রাচালক সুজন শেখ (৩৫), সাইফুল শেখ (২০) ও মোমিন প্রামাণিক (২৪)।

সুজন শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিউদ্দিন পাড়ার আব্দুর রশিদ শেখের ছেলে, মমিন প্রামাণিক রাজবাড়ি সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে এবং সাইফুল শেখ ফরিদপুরের মধুখালি উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে গোয়ালন্দ থেকে আসা ট্রাকের সঙ্গে একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব মিয়া জানান, দুর্ঘটনায় আহত তিনজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102