ads
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ এত অভিযোগের পরও কেন হাসিনার ভাগ্নি টিউলিপকে মন্ত্রী করেন স্টারমার? রমেকে তিন বছরে দুই খাতেই ৫ কোটি টাকার দুর্নীতি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৫৩ শিক্ষার্থী দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে: রিজভী জামায়াত নেতার মাছ লুট, বিএনপির দুজন বহিষ্কার পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হিজাব পরা নিয়ে মুখ খুললেন চ্যানেল আইয়ের সেই উপস্থাপিকা ইউনূস সরকারের সমালোচনা করা সেই রিপোর্ট প্রত্যাহার করলো ব্রিটিশ এমপিরা লক্ষ্মীপুরে বালুবাহী ডাম্পট্রাকের চাপায় নিহত ২

রাজশাহীর নাটোর সুগার মিলে প্রতি কেজি চিনির উৎপাদন খরচ ৪০০ টাকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২২০ বার পঠিত

চলতি ২০২১-২২ মাড়াই মৌসুমে নাটোর সুগার মিলে প্রতিকেজি চিনির উৎপাদন খরচ পড়েছে ৪০০ টাকা। মোট উৎপাদন খরচ পড়েছে ১২৫ কোটি টাকা।

একই সঙ্গে এ বছর মাড়াই মৌসুমে চিনি উৎপাদনও অনেক কম হয়েছে। গত ৩৭ বছরে মাত্র তিন থেকে চার বছর লাভের মুখ দেখলেও বর্তমানে লোকসানে রয়েছে জেলার এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠানটি।

নাটোর সুগার মিলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (অর্থ) জামাল হোসেন বলেন, চলতি ২০২১-২২ মাড়াই মৌসুমে মাত্র ৪২ দিনে ৩ হাজার ২৫ টন (৩০ লাখ ২৫ হাজার কেজি) চিনি উৎপাদন করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২২ কোটি টাকা।

আর মোলাসেস আছে ৬ কোটি টাকার। চিনি আর মোলাসেস মিলিয়ে বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ২৮ কোটি টাকা।

আর উৎপাদন খরচ হয়েছে ১২৫ কোটি টাকা। তিনি বলেন, ২০২১-২২ মাড়াই মৌসুমে মাত্র ৪২ দিন উৎপাদন চলেছে। এই সময়ে মিলের উৎপাদিত ৩ হাজার ২৫ টন চিনি আর মোলাসেসের বর্তমান বাজার মূল্য ২৮ কোটি টাকা। এ বছর নাটোর সুগার মিলে মাড়াই মৌসুমে চিনি উৎপাদন অনেক কম হয়েছে বলেও জানান তিনি।

এবার মাড়াই মৌসুমে মিলের খরচ বিবরণী হচ্ছে- কাঁচামাল ক্রয় বাবদ ১৯ কোটি টাকা, ইক্ষু সেন্টারের আখ লোড-আনলোড ও আনুসঙ্গিক খরচ ৬০ লাখ টাকা, উৎপাদন সামগ্রী খরচ ৮৭ লাখ টাকা, মৌসুমি শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ৬ কোটি ৭৫ লাখ টাকা, স্থায়ী শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ২৬ কোটি ৫৭ লাখ টাকা, বীমা ৩০ লাখ টাকা, মিলের পুরাতন যন্ত্রাংশ ও গ্যারেজের যন্ত্রাংশসহ মেরামত খরচ ২ কোটি ৮০ লাখ টাকা এবং অন্যান্য খরচ ৩৩ লাখ টাকা।

তার দাবি, অব্যবস্থাপনা নয়, মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতির কারণেই উৎপাদন খরচ হয়েছে ১২৫ কোটি টাকা। এতে করে এবারেও বড় লোকসানে পড়েছে মিলটি।

নাম প্রকাশ না করার শর্তে মিলের এক শ্রমিক নেতা জানান, সঠিক নজরদারির অভাব, মেয়াদোত্তীর্ণ যন্ত্রাংশ আর অব্যবস্থানাই লোকসানের মূল কারণ। এছাড়াও কাঁচামালের সরবরাহ না থাকায় অব্যাহতভাবে লোকসান গুনছে মিলটি। গত ১৯৮৫ সালে নাটোর পৌর শহরের জংলী এলাকায় নাটোর সুগার মিলটি স্থাপন করা হয়। এ পর্যন্ত দুই-তিনবার লাভ হলেও প্রতি বছরই লোকসান গুনতে হয় মিলটিকে।

প্রান্তিক চাষিদের দাবি, সঠিক সময়ে আখের পাওনা টাকা পাওয়া যাচ্ছে না। কর্মকর্তাদের কাছে বার বার ধরণা দিতে হয়। পাওয়ার ক্রাসারে আখ বিক্রি করলে টাকার জন্য ঘুরতে হয় না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১৩
  • ১৬:০০
  • ১৭:৪০
  • ১৮:৫৬
  • ৬:৪৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102