ads
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

রাবি ছাত্রীর পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর জেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মুখ্য মহানগন হাকিম আদালতের বিচারক শাহ্ মোহাম্মাদ জাকির হাসান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি হলেন, নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকার মৃত প্রবীর কুমারের ছেলে পার্থ প্রতীম ঘোষ (৩০)। তিনি ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে পাস করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন পার্থ। এরপর তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। সেই ছবি দেখিয়ে মেয়েটির বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করায় ওই ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর ওই বছরের ২২ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রী।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102