ads
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিটার্ন দাখিলে বাড়তি সময় পাচ্ছেন করদাতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

আয়কর রিটার্ন দাখিলে বাড়তি সময়ের ঘোষণা আসতে পারে আজকেই।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় রিটার্ন দাখিলে আরও সময় পাচ্ছেন করদাতারা। রবিবার সকালে সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এই ঘোষণা দিতে পারেন।

জানা গেছে, যারা ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা এক-দুই মাস পর্যন্ত সময় পেতে পারেন। আবার জরিমানা ছাড়া রিটার্ন জমা নেয়ার ঘোষণাও দেয়া হতে পারে। এ বছর আইনে সব ই-টিনধারীদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় ২০ শতাংশ বেশি রিটার্ন জমা পড়বে বলে প্রত্যাশা কর কমিশনারদের। গত কর বর্ষে ২২ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছিল।

করোনার কারণে এবার কর মেলা হচ্ছে না। প্রতিটি কর অঞ্চল কার্যালয়ে কর মেলার সুবিধা থাকলেও সেখানে এবার ভিড় তেমন নেই। এ অবস্থায় ৩০শে নভেম্বর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে।

আইন অনুযায়ী রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানোর বিধান না থাকলেও করোনা মহামারির কারণে এ বছর রাষ্ট্রপতি এক অধ্যাদেশ বলে এনবিআরকে সময় বাড়ানোর ক্ষমতা দিয়েছে। সেই অধ্যাদেশ অনুযায়ী, এনবিআর চাইলে ব্যক্তি শ্রেণির করদাতাদের যে কোনো জরিমানা ও সুদ মওকুফ করে দিতে পারবে। বাজেট অধিবেশনে এনবিআরের এই ক্ষমতাকে আয়কর অধ্যাদেশের ১৮৪(জি) ধারা হিসেবে যুক্ত করা হয়েছে।

তাই এনবিআর এখন চাইলে সময় না বাড়ানোর ঘোষণা দিয়ে শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য জরিমানা ও সুদ মওকুফ করলেই সময় বৃদ্ধির কাজটি হয়ে যাবে। আবার এনবিআর যদি মনে করে সরাসরি সময় বাড়াবে, সেটাও করতে পারে। রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে সে ক্ষমতাও এনবিআরকে দিয়ে রেখেছেন।

সেক্ষেত্রে অধ্যাদেশ দিয়ে সরাসরি সময় বাড়ানো হতে পারে। কিংবা প্রজ্ঞাপন দিয়ে এক-দুই মাসের জন্য জরিমানা ও সুদ মওকুফ করা হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102