ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

রোজিনাকে মুক্তি এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি সৃষ্টি হিউম্যান রাইটস’র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি; স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতরে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি। একইসাথে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়েছে সংস্থাটি।

মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথা ও ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না এই দাবি করেন।

বিবৃতিতে তারা বলেন, সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায় একজন নারী সাংবাদিককে এভাবে ৫ ঘন্টা আটিকে রেখে নির্যাতন চালানো মানবাধিকারের চরম লংঘন। এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এ ঘটনা স্বাধীন গণমাধ্যমের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করছি।

তারা আরও বলেন, একজন সাংবাদিককে আটকে রেখে ৫ ঘন্টা হেনস্তা এবং আবার তাকে পুলিশেও দেওয়া এমন ঘটনা বিশ্বে বিরল। এ ন্যক্কারজনক ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে রোজিনা ইসলাম কাজ করছেন। তিনি তাঁর প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম তুলে এনেছেন।

একজন সাংবাদিককে পেশাগত কাজের সময় এভাবে আটক করে শারীরিক নির্যাতন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোজিনাকে আটকের এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে হুমকিস্বরূপ। যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102