ads
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১২০০ ঘর ভস্মীভূত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৪৬ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার পালংখালীর শফিউল্লাহ কাটার ১৬নং রোহিঙ্গা শিবিরের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২০০ ঘর পুড়ে গেছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. সিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রোহিঙ্গা শিবিরের বি-ব্লকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, বি-ব্লকের মোহাম্মদ আলীর (৩৫) ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন বি ও সি ব্লকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৮ এপিবিএন’র অফিসার ফোর্স এবং ফায়ার সার্ভিস সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ক্যাম্পে কাজ করা আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা একীভূত হয়ে কাজ করেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102