র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামে এক নারীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি (এসএইচআরএস)। একইসঙ্গে দ্রুততার সঙ্গে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে এ মানবাধিকার সংস্থাটি।
সোমবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, নওগাঁয় র্যাবের হেফাজতে থাকা অবস্থায় সরকারি কর্মচারী সুলতানা জেসমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেসমিনের পরিবারের অভিযোগ, চিকিৎসকের বক্তব্য এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সুষ্পষ্টভাবে অবগত হওয়া যায়, সুলতানা জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সংবিধান, বিদ্যমান আইন ও যথাযথ প্রক্রিয়ার ব্যত্যয় ঘটেছে। সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছে।
সংস্থাটি বিজ্ঞপ্তিতে আরও জানায়, নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে গত ২২ মার্চ সকালে প্রতারণার অভিযোগে আটক করে র্যাব। ২৩ মার্চ বিকালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে বলে গণমাধ্যম মারফত জানা যায়। আর র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকের পরপর সুলতানা জেসমিন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নওগাঁ হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার (২৪ মার্চ) তিনি মারা যান।
নির্যাতনের কারণে অসুস্থ হয়ে জেসমিনের মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করলেও র্যাব তা অস্বীকার করেছে। তবে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে ভর্তির সময় জেসমিনের মাথার ডানপাশে আঘাতের চিহ্ন ছিল। সিটিস্ক্যান রিপোর্টেও এমনটিই উঠে আসে।
এ ঘটনায় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি মনেপ্রাণে দাবি করে, দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে জেসমিন মৃত্যুর অভিযোগটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি।