করোনার কারণে সিনেমা হল থেকে শুরু করে চলচ্চিত্র পাড়াতে নেমে এসেছিল এক কালো অন্ধকার। তবে এবার আস্তে আস্তে এই অন্ধকার সরে আলো ফিরতে শুরু করেছে চলচ্চিত্র অঙ্গনে। এরই সূত্র ধরে ভারতীয় ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে তামিলনাড়ুর প্রিয় অভিনেতা থালাপতি খ্যাত বিজয়ের সিনেমা ‘মাস্টার’। তবে এ সিনেমায় মজার ব্যাপার ছিল, নায়কের নামও বিজয় আর খল চরিত্রেও ছিলেন বিজয় সেতুপতি। দুই বিজয়ের কম্বিনেশনেও বাজিমাত করেছে মাস্টার।
লকডাউনের পর এটাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রথম সিনেমা। আর তাই তো এর উন্মাদনাও ছিল। ভারতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে বিজয়ের নতুন সিনেমা ‘মাস্টার’। সিনেমাটি প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১৩ জানুয়ারি। এরপরে ২৯ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমেও সিনেমাটি মুক্তি দেওয়া হয়। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিস হিট করে সিনেমাটি। পঞ্চম দিনে সিনেমাটি সংগ্রহ করেছে ১০ থেকে ১৫ কোটি রুপি। সেই হিসাবে পাঁচ দিনে এ সিনেমার সংগ্রহ ১৩০ থেকে ১৩৫ কোটি রুপির মতো। যেখানে সিনেমার বাজেট ছিল ১৮০ কোটি রুপি।
তবে সিনেমার বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ২৪২.৫ কোটি রুপিরও বেশি। শুধু তামিলনাড়ুতেই আয় ১৩৯ কোটি রুপি এবং দেশের বাইরে থেকে এসেছে ৪২ কোটি রুপি। কেরালা, কর্ণাটক, উত্তর ভারতেও সাড়া ফেলেছে ছবিটি।
লোকেশ কনগরাজ পরিচালিত সিনেমাটির প্রযোজনা সংস্থা এক্সবি ক্রিয়েশনস। এ সিনেমায় বিজয় প্রফেসর দুরাইরাজ ওরফে জেডির ভূমিকায় অভিনয় করেছেন। আর গ্যাংস্টার ভবানির ভূমিকায় রয়েছেন বিজয় সেতুপতি। এ ছাড়া সিনেমাতে আরো রয়েছেন নাসার, শান্তনু ভাগ্যরাজ, শ্রীমান, আন্দ্রে জেরেম, অর্জুন দাস, সঞ্জীব, শ্রীনাথ, ভি জে রাম্য ও আজগাম পেরুমালসহ আরো অনেকে।