লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে মধ্যরাতে ভোটের প্রস্তুতি নেওয়া হয়। সভাপতি পদ রেখে সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণের অভিযোগ ওঠে। এ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এর আগে বিকালে ৫টায় সম্মেলন শুরু হয়।
সম্মেলনের উদ্বোধন করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। নেতাকর্মীরা শুরু থেকে ৪-৫ ঘণ্টা উপস্থিত ছিলেন। রাত বাড়তে থাকলে অধিকাংশ নেতাকর্মী সম্মেলন স্থল ত্যাগ করেন। ইউনিয়নের ১৯ জন কাউন্সিলরের মধ্যে শেষ পর্যায়ে ৫ জন উপস্থিত ছিলেন। সবাই ধারণা করেন, সম্মেলন কমিটি গঠন করা হবে। কিন্তু রাত ১২টার দিকে সম্মেলনের অতিথিরা হঠাৎ ভোটের ঘোষণা দেন। এতে কাউন্সিলররা ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সভাপতি পদে ভোট না নেওয়ায় সংঘর্ষ ঘটে। এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একে অপরকে প্লাস্টিকের চেয়ার দিয়ে হামলা চালায়। এ সময় ২০-২৫টি চেয়ার ভেঙে যায়। এতে আহত হয়েছেন অন্তত ২০ নেতাকর্মী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা বলেন, রাত ১২টার দিকে হঠাৎ করে ভোট রহস্যজনক। অতিথিরা সভাপতি পদে ভোট নিচ্ছেন না। সেখানে এককভাবে বর্তমান সভাপতি নুরুল ইসলাম সাগরকে ফের নির্বাচিত করার পাঁয়তারা করা হচ্ছে। সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ করা হচ্ছিল। সভাপতি পদে ভোট গ্রহণ না করায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাধারণ সম্পাদক প্রার্থীদের লোকজনও হামলা চালায়।
দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে নুরুল ইসলাম সাগর ও আব্বাস উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবং আব্বাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এছাড়া সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক, সবুর খান ও বেলাল হোসেন লড়ছেন। তাদের মধ্যে ফারুক ইউনিয়ন কৃষক লীগের সদস্য, সবুর খান ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বেলাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক অতিথিদের মধ্যে দুই নেতা জানান, নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত করেছি। কাউন্সিলরদের ভোট নেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না বলেন, সভাপতি পদে তিনটি মনোনয়নপত্র বিক্রি করা হয়। সাধারণ সম্পাদক পদের প্রার্থী ৫ জন। এর মধ্যে সভাপতি পদে একজন প্রার্থী মারা যান। রাজন নৌকার বিরুদ্ধে চেয়ারমান পদে হওয়ার তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বিনা প্রতিদ্বন্দিতায় নুরুল আলম সাগর সভাপতি এবং ভোটে সাধারণ সম্পাদক হন ছবুর খান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মারামারির ঘটনা ঘটেছে কি-না নেতাকর্মীরা জানাননি। ঘটলেও হয়তো বেশি হয়নি। তারপরও বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে।