লক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকায় এ ঘটনা ঘটে। নিহত আওয়ামী লীগ নেতা নুর আলম প্রকাশ নূরু টেইলার (৫৮) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচ পাড়া গ্রামের গোপাল বাড়ির মৃত কালামিয়ার পুত্র। তিনি পেশায় টেইলার ছিলেন ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজ বসত ঘরে এশার নামাজ পড়ে বাড়ির উঠানে পায়চারি করছিল নুর আলম নূরু টেইলার। এ সময় তার ফোনে কে বা কারা জানায় সন্ত্রাসীরা তাকে মারার জন্য তার বাড়িতে আসতেছে। এই খবর পেয়ে নুর আলম নুরু টেইলার বাড়ির পিছনের বাগান দিয়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের সম্মুখে পড়ে। এসময় সন্ত্রাসী খোকন ও নিকুর নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী তাকে পিটিয়ে কুপিয়ে আহত করে মৃত্যু নিশ্চিত করে। নিহতের স্ত্রী পুষ্প বেগম স্বামীকে বাঁচাতে গেলে তাকে ও সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার লাশ সদর হসপিটাল মর্গে রয়েছে।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ওসি তদন্ত মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনের সাথে জড়িত সন্ত্রাসীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো: আক্তার হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।