লক্ষ্মীপুরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, প্রেমঘটিত কারণে এই হত্যার ঘটনা।
নিহতের স্বজনরা জানান, একই এলাকার সেলিমের মেয়ের সাথে নিহত জাবেদের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে সকালে তাকে নিজ বাড়িতে ডেকে নেয় মেয়ের ভাইসহ কয়েকজন। দুপুরে সদর উপজেলার বিজয়নগর গ্রাম থেকে জাবেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জাবেদ লক্ষ্মীপুর দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।