আমেরিকান হিপ-হপ আইকন ও জনপ্রিয় র্যাপার ডিএমএক্স (ডার্ক ম্যান এক্স) হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার দুপুর থেকে ওয়েস্টচেস্টার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার আইনজীবী মুরে রিচম্যান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ‘এক্স গন গিভ ইট টু ইয়া’খ্যাত ৫০ বছর বয়সী এই র্যাপারকে শুক্রবার রাত ১১টার দিকে প্রথমে নিকটবর্তী হোয়াইট প্লেনস হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ভালো নয়, উল্লেখ করে আইনজীবী আরও জানান, ডিএমএক্সের বন্ধু ও পরিবারের সদস্যরা তার পাশে রয়েছেন।