মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: গতকাল ২৪/০৩/২০২২ তারিখ জেলা প্রশাসন, বাগেরহাট এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মারজানা আক্তার দেপাড়া বাজার, সদর উপজেলা ও বাখেরগঞ্জ বাজার, চিতলমারী উপজেলাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, লাইসেন্স হালনাগাদ না করা, মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ, শিশুখাদ্যের লাইসেন্স না করা রোধে অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ০২ টি মামলায় ০২ জনকে ২০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।