লালমনিরহাটের হাতীবান্ধায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মিশকাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে। মিশকাত ওই এলাকার সোলায়মান গনির ছেলে।
পরিবার সূত্রে জান যায়, সকালে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় মিশকাত। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মোয়ার হোসেন ঢুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।