ads
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৫ বার পঠিত

লালমনিরহাটে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) রাতে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের অবগত করেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী।

এর আগে রবিবার (১৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি (সাকোয়ার বাজার) এলাকায় থেকে তাদের আটক করে থানা পুলিশ।

আটকরা হলেন- ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৯), মানিকগঞ্জ এলাকার লিটন হাওলাদার (২৭) ও আসলাম মিয়া (৩০)।

ওসি নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সাকোয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে অবস্থান করা জুয়েল, লিটন ও আসলামকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে জুয়েলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং গাড়িতে থাকা একটি বস্তা থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসা করলে বিদেশি অস্ত্র ও গুলির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে অবৈধ অস্ত্র ও মাদক রাখার অপরাধে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ সময় তিনি বলেন, ‘গোপনীয়তা রক্ষার্থে এবং বিষয়টি তদন্তে আরও কিছু তথ্যের প্রয়োজনে সাংবাদিকদের দেরিতে অবগত করা হলো। গ্রেপ্তারদের নামে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১২:১১
  • ১৬:২৬
  • ১৮:১১
  • ১৯:২৪
  • ৬:০৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102