ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

লালমনিরহাটে সার্কাসের হাতির তাণ্ডব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪ বার পঠিত

লালমনিরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্পমেলায় আনা সার্কাসের হাতি পায়ের শিকল ছিঁড়ে শহরে তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় কয়েকটি দোকানপাট ভাঙচুরসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের সাহেব পাড়া রেলওয়ে ঈদগাহ মাঠ এলাকা থেকে শিকল ছিঁড়ে বেরিয়ে এসে এমন তাণ্ডব চালায় হাতিটি।

হাতি পরিচালনাকারী মাহুতসহ সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে ব্যর্থ হলে ফোন দেন ফায়ার সার্ভিসে। তারাও যেতে পারছেন না হাতিটির কাছে।

কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর হাতিটি লোকালয় ছেড়ে রেলওয়ের একটি বিলে নেমে পড়ে।

এ সময় হাতির মাহুত মো. মজিবর বলেন, নারী সঙ্গীর খোঁজে হাতিটি এমন বেপরোয়া হয়ে গেছে। একে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। চেতনানাশক ইনজেকশন পুশ করলে হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে। রংপুর বিভাগীয় বন কার্যালয়ে খবর দেয়া হয়েছে।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেলওয়ের ওই বিলে পানিতে হাতিটি বর্তমানে শান্ত অবস্থায় রয়েছে। পরিচালনাকারী মাহুত হাতিটি বাঁধার চেষ্টা করছে।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, বিলের পানিতে হাতিটি এখন শান্ত অবস্থায় রয়েছে। এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। হাতিটি কোনও মানুষকে আক্রমণ করেনি বলেও তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102