ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকার বিরোধী লিফলেট বিতরণসহ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় আওয়ামী লীগ নেতাকে বেঁধে রাখে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার নান্দাইল উপজেলায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতার নাম ফজলুল হক সরকার (৫৫)। তিনি উপজেলার আচারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল সদর বাজার থেকে তাকে ধরে একটি বৈদ্যুতিক পিলারে বেঁধে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে নিয়ে আসে। সোমবার রাতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের আবালধনী বাজারে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ফজলুল হক সরকার লিফলেট বিতরণ করেছিলেন বলে জানায় স্থানীয়রা।
নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতা আওয়ামী লীগের ওই নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।