ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শফীর মৃত্যুর পর আলোচনায় হেফাজত-জামায়াত সম্পর্ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

হেফাজতের আমীর আহমদ শফীর মৃত্যু- তার খাটিয়া বহন- শো ডাউন করে জানাজায় অংশ নেয়া নতুন করে আলোচনায় এসেছে হেফাজত-জামায়াত সম্পর্ক। আহমদ শফির অনুসারিদের দাবি, মত পার্থক্যের কারণে জামায়াতিদের সাথে আদর্শিক দ্বন্দ্ব ছিল হেফাজতে ইসলামের।
কিন্তু আহমদ শফির মৃত্যুতে এ সুযোগ করে দিয়েছেন জুনায়েদ বাবুনগরী। আর বাবুনগরী বলছেন, শুধু জামায়াত নয় আহমদ শফির জানাজায় সব দলই অংশ নিয়েছে। কওমী মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন হেফাজত ইসলাম আর জামায়াতের মতের অমিল অনেক দিনের।

হেফাজত আলোচনায় আসে ২০১৩ সালে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে গড়ে উঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরোধীতার মধ্যে দিয়ে। আর মানবতাবিরোধী বা যুদ্ধাপরাধীদের বিচার চলে জমায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে।

একারণে হেফাজতের শাপলা চত্বরে অবস্থানে সমর্থন দেয় জামায়াত। পরে আহমদ শফি সরকারের কাছ থেকে কিছু দাবি আদায়ে সক্ষম হলে হেফাজতের একটি অংশের সঙ্গে সরকারের সম্পর্কে নতুন মেরুকরণ ঘটে। ঢাকা দক্ষিণখান দারুল ইরফান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবুল ইসলাম ফারুকী বলেন,’মানুনুল হক সামনে গিয়েছিলেন। ওনার সাথে সাথেই সবাই প্রবেশ করেছে ওখানে। তিনি ঢাকা থেকে জামায়াতে ইসলামীর লোক নিয়েছেন। তিনি প্রবেশের সুপারিশ করেছেন।’

কিন্তু এবার আহমদ শফির মৃত্যুতে হেফাজতের ওপর প্রভাব বিস্তারের সুযোগ নিচ্ছে জামায়াত। এর আগে এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মঈন উদ্দিন রুহী বলেন,’হেফাজতের মধ্যে ঘাপটি মারা ওই চিহ্নিত গোষ্ঠীর এজেন্টরা, ওই চিহ্নিহ গোষ্ঠীর দালালরা আল্লামা সফীকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন। এবং তার ছেলেকে মাদ্রাসা থেকে বহিস্কার করেছেন।’

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাছির হায়দার বাবুল জানান,’আমরা দেখেছি বা শুনেছি এই ঘটনায় জামায়াত শিবিরের অনেক নেতা বা কর্মী স্বক্রিয় ছিল। জানাযার আগে পরে।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ও ভাংচুরের জন্য জুনায়েদ বাবু নগরীকে দায়ী করেছেন শিক্ষকরা। হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মওলানা আহমদ দিদার কাসেমী বলেন,’সন্ত্রাস, ডাকাত জুনায়েদ বাবুনগরী। জুনায়েত বেশি মিছা কথা কয়।’

সব অভিযোগই অস্বীকার করেন বাবু নগরী। হেফাজত ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন,’আমি অবরুদ্ধ ছিলাম। আল্লামা শফী জামায়তি হয়ে যাবে? হেফাজতে ইসলাম জামায়তি হয়ে যাবে?’

হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল না হলেও বিএনপি জামাত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটভুক্ত ইসলামী দলগুলোর নেতারাই এই সংগঠনের সাথে সম্পৃক্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102