হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক সৌদি আরব থেকে আগত একজন যাত্রীর নিকট হতে ৩ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। মঙ্গলবার (১১ মে) বিকেল ৩টা ৪৭ মিনিটে এ সোনা উদ্ধার করা।

আটককৃত সোনা
কমিশনার মহোদয়, কাস্টম হাউস, ঢাকার নিকট আসা গোপন তথ্যের ভিত্তিতে ১১/০৫/২০২১ তারিখ আনুমানিক বিকাল ০৩:৪৭ ঘটিকায় সৌদি আরব থেকে আগত ফ্লাইট নং SV 3580 এর মাধ্যমে আসা যাত্রী রবিন মাতবর গ্রীণ চ্যানেল অতিক্রম কালে
যাত্রীর সাথে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে ব্যাগেজে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে এনে ডোর ক্লোজার ভেংগে এর ভেতর হতে প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম রবিন মাতবর এবং বাড়ি মুন্সিগন্জ জেলায়। আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।