আজ রোববার (১০ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে ফৌজদারি মামলা দায়ের করেন তার আইনজীবী। সেদিন মামলাটিতে আসামির জামিন শুনানি এই দিন শুনানির জন্য ধার্য কার হয়।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, স্কুলে ক্লাস চলাকালে ধর্ম অবমাননার মামলায় ২২ মার্চ আটক হন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় মণ্ডল। ২৩ মার্চ তাকে আদালতে সোপর্দ করলে আদালত আসামিকে জেল হাজতে পাঠায়। পরে ২৮ মার্চ মুন্সিগঞ্জ আমলী আদালত-১ এ আসামির জামিন আবেদন করা হলে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ জামিন নামঞ্জুর করেন। পরে আসামির জামিন নামঞ্জুরের প্রেক্ষিতে তার আইনজীবী মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিনের জন্য ফৌজদারি মিস মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০ মার্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একটি ক্লাস চলাকালে ধর্মীয় বিষয়ে হৃদয় মণ্ডলের বিভিন্ন কথা গোপনে মোবাইল ফোনে রেকর্ড করে শিক্ষার্থীরা। পরে ওই সব কথোপকথনে ধর্ম বিষয়ে আপত্তিকর কথা ও অবমাননার অভিযোগ তুলে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেন। পরে ২২ মার্চ স্কুল চলাকালীন শিক্ষার্থীরা বহিরাগতদের নিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে থানায় নেওয়া হয়। ২২ মার্চ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।