কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ ব্যানারে সঙ্গীতশিল্পীদের এই আয়োজনে এক কর্মসূচিতে অন্যান্য শিল্পীদের সঙ্গে যোগ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্ক’-এর ভোকালিস্ট হাসান।
বলেছেন, ‘যে সন্তান ঘর থেকে বেরিয়ে হারিয়ে যায়, সেই সন্তানের মায়ের মনের যে দুঃখ, যে যন্ত্রণা, সেটাকে আসলে কিছু দিয়ে পরিপূরণ করা যায় না। দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
তিনি আরও বলেন,‘প্রতিটি ছাত্রই হচ্ছে আমাদের কারো না কারো সন্তান বা ছোটভাই। এরা নির্দলীয় নিরপেক্ষ একটি আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই জিনিসটা সবাইকে স্পর্শ করেছে, আমাকেও করেছে, শিল্পী সমাজকেও করেছে। এখানে আমি বলে কথা নিই- শিল্পী সমাজ এক হয়ে গেছে। যেহেতু শিল্পীরা অত্যন্ত আবেগপ্রবণ এবং মৌলিক অধিকারের বিষয়ে সোচ্চার, সুতরাং আমাকেও এটা স্পর্শ করেছে!’
শিক্ষার্থীদের তোপের মুখে পালালেন ‘রাফসান দ্য ছোটভাই’শিক্ষার্থীদের তোপের মুখে পালালেন ‘রাফসান দ্য ছোটভাই’
এসময় ছাত্রদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি কতটা যুক্তিযুক্ত মনে করছেন, এমন প্রশ্নের জবাবে এই সঙ্গীতশিল্পী বলেন, ‘ছাত্রদের দাবি মৌলিক অধিকার আদায়ের দাবি। সেটা অবশ্যই সুপ্রতিষ্ঠিত হোক, সেটা আমরা চাই। এর জন্য যদি কোনো ত্যাগের, আত্মত্যাগের দরকার হয় বা কোনোকিছু সংশোধনের দরকার হয়, কোনো কিছু নতুন করে প্রণয়নের দরকার হয়, যা যা দরকার হবে, সেগুলোর সব কিছুই আমাদের কাম্য।‘