সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা ও শিক্ষকদের পেনশন আন্দোলনের বিষয় সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
রোববার (৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, তারা যে বিষয়ে আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত। আদালত গিয়ে ভিন্ন রায় দিয়েছেন, আদালতের ব্যাপারটা চলমান, এটা আপিল বিভাগে আছে। আদালতের বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়, এখন আদালতের এখতিয়ার এটি।
শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে আন্দোলন করছে গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব দ্রুতই সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।
শিক্ষকদের সঙ্গে দ্রুত বসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। বসা-টা কখন হবে সেটা বলতে পারছি না তবে সময় মতো সমাধান হয়ে যাবে।
আন্দোলনে ব্যর্থ বিএনপি ও কয়েকটি দল পরজীবী আন্দোলন করছে। কোটা ও পেনশনের আন্দোলনের ওপর ভর করে তারা ক্ষমতার ‘দিবা স্বপ্ন’ দেখছে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী