ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:২০ অপরাহ্ন

শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১২ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৮ বার পঠিত


সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি
: বগুড়া শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী, জুয়ারু এবং ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানা এবং এজাহারসূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী যথাক্রমে এনামুল হক (৪২), জিয়াউল হক (৪০), আজিজুল হক (৩৮), মো: সাইদুল (৩৫) এবং প্রী প্রতাপ (৪০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে উদ্ধার করা হয় ৫০পিচ নেশাজাতীয় এ্যাম্পুল এবং ১৩ পিচ ইয়াবা। এছাড়াও একই দিনে উপজেলার কিচকে অভিযান চালিয়ে হাতেনাতে জুয়া খেলার সময় নগদ টাকাসহ গ্রেফতার করা হয় আরো ৬ জনকে। গ্রেফতারকৃতরা হলেন, ইয়াকুব আলী (৬১), মো: দুলাল (৩৫), মো: মন্টু (৫৫), শহিদুল ইসলাম (৫৩), কাদের খান (৬০) এবং রায়হান মন্ডল। অভিযানে গ্রেফতার হওয়া একজন ওয়ারেন্টভুক্ত আসামী হলেন আব্দুর রাজ্জাক (৩০)। এ ব্যাপারে শিবগঞ্জ থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করা ওসি এস.এম বদিউজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুইটি মাদক ও জুয়া আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে অপরাধমুক্ত শিবগঞ্জ থানা গড়ার প্রত্যেয়ে তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাচ্ছেন। আর এক্ষেত্রে সাধারণ মানুষকে শুধু তিনি তথ্য দিয়ে সহযোগিতার আহব্বান জানান পরবতীর্তে সেই তথ্য যাচাইপূর্বক অপরাধীর শিকড় উপরে ফেলার দায়িত্ব তাদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102