যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর নিহতের ঘটনায় গ্রেপ্তার সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মো. মাসুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, মাসুম বিল্লাহ যেহেতু গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে রিমান্ডে আছেন, সেহেতু সরকারি চাকরি বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হল।
কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদকেও এর আগে সাময়িক বরখাস্ত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১৫ জন।
শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ দাবি করে, বন্দি কিশোরদের দুই দলের সংঘর্ষে হতাহতের ওই ঘটনা ঘটে।
তবে আহত কিশোরদের ভাষ্য, কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মীর সঙ্গে দ্বন্দ্বের জেরে কেন্দ্র কর্মকর্তা, আনসার সদস্য ও তাদের ‘অনুগামী’ কয়েকজন কিশোরের মারধরে হতাহতের এ ঘটনা ঘটেছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাসের ভাষ্য, ঘটনার দিন দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি মরদেহ আসে কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে। তাদের একজনের মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। অন্যদের শরীরের বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।