গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশস্থলে ৭৬ কেজির বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গির ডেথ রেফারেন্স এবং বাকি ৪ আসামির আপিলের শুনানি চলছে হাইকোর্টে।
আজ সোমবার দীর্ঘ বিরতির পর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি শুরু হয়। ১০ জঙ্গি মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের সাজা বহাল রাখার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ।
হামলার ১৭ বছর পর, ২০১৭ সালে ১০ জঙ্গির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়। যাদের প্রত্যককে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আদালত।
এছাড়াও চার আসামিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। রায়সহ সব নথি ২০১৭ সালের ২৪ আগস্ট হাইকোর্টে পাঠানো হলেও হাইকোর্টে শুনানি শুরু হতে লেগে যায় ৩ বছর।
গত ১৬ই সেপ্টেম্বর ১০ জঙ্গির ডেথ রেফারেন্স ও বাকি ৪ আসামির আপিলের শুনানি শুরু হলেও ২ মাস তা স্থগিত থাকে।
২০০০ সালের ২০শে জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। এ ঘটনায় কোটালিপাড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।