ads
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় দণ্ডিত যারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

দীর্ঘ ১৯ বছর আগে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় রায় ঘোষণা করেছে আদালত। রায়ে সাবেক এমপিসহ ৫০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার হওয়া মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঢাকায় ফেরার পথে শেখ হাসিনার গাড়িবহর সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে হামলার শিকার হন। হামলায় শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি বোমা বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন কলারোয়া থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে তাকে ফিরিয়ে দেয়া হয়। পরবর্তীতে সাতক্ষীরা আদালতে ২৭ জনের নাম উল্লেখ করাসহ ৭০ থেকে ৭৫ জনের বিরুদ্ধে নালিশি অভিযোগ করলে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়। কিন্তু, মামলাটি খারিজ হয়ে যাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলাটি পুনরুজ্জীবিত হয়।

দীর্ঘ তদন্ত শেষ পুলিশ বিএনপির সাবেক এমপিসহ ৫০ জনের নামে অভিযোগপত্র দেয়। দীর্ঘদিন পর আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ৫০ জনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় ঘোষণা করেন সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবীর। ৭৪ পাতার রায়ের সারাংশ মাত্র ৬মিনিটে পাঠ করেন বিজ্ঞ বিচারক। রায়ে বলা হয়, এই মামলায় ইতোপূর্বে যেসব আসামীরা জেলে ছিল সাজার মেয়াদ থেকে সেই সময়টি বাদ যাবে।

মামলার ৫৪ আসামির মধ্যে ৪ জন মারা যাওয়ায় তাদের আগেই অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয়া হয়।

মামলায় যাদের সাজা দেয়া হয়েছে তারা হলেন- সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের তৎকালীন সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, আশরাফ হোসেন, নজরুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, শেখ তামিম আজাদ মেরিন, মো. আব্দুর রকিব মোল্যা, মো. আক্তারুল ইসলাম, মো. আব্দুল মজিদ, মো. হাসান আলী, ময়না, মো. আব্দুস সাত্তার, তোফাজ্জেল হোসেন সেন্টু, মো. জহুরুল ইসলাম, গোলাম রসুল, অ্যাডভোকেট মো. আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, মো. আলতাফ হোসেন, শাহাবুদ্দিন, মো. সাহেব আলী, সিরাজুল ইসলাম, রকিব, ট্রলি শহীদুল, মো. মনিরুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, ইয়াছিন আলী, শেলী, শাহিনুর রহমান, দিদার মোড়ল, সোহাগ হোসেন, মাহাফুজুর মোল্লা, আব্দুল গফফার গাজী, রিঙ্কু, অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, টাইগার খোকন ওরফে বেড়ে খোকন।

আলোচিত এ মামলার পলাতক আসামিরা হলেন- আব্দুল কাদের বাচ্চু, মফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন, খালেদ মঞ্জুর রোমেল, আরিফুর রহমান, রিপন, ইয়াছিন আলী, রবিউল ইসলাম, মাজাহারুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুর রব, সঞ্জু, নাজমুল হোসেন, জাবিদ রায়হান লাকী, কণক, মো. মাহাফুজুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102