নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার (ভুট্টো) প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২শে মার্চ দুপুরে উরফা ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েক শতাধিক জনগণের অংশগ্রহণে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এরপর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনগন ও সাংবাদিকদের উদ্দেশে প্রকাশিত সংবাদের লিখিত প্রতিবাদ পাঠ করে শুনান চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো।
উল্লিখিত যে গতকাল বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে আওয়ামী লীগ নেতা চুরির অভিযোগে ও তার গর্ভবতী স্ত্রী কে নির্যাতনের খবর প্রচার করা হয় যা তার ব্যক্তিগত ও পারিবারিক মর্যাদারহানির কারন বলে উল্লেখ করেন। সেই সাথে উক্ত আওয়ামী লীগ নেতা মোঃ রুবেল এলাকায় বিভিন্ন অপরাধের দায়ে অভিযুক্ত ও নারী নির্যাতন মামলায় অতীতে জেল খেটেছে বলে অভিযোগ করেন। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পর তাকে একাধিকবার নোটিশ দেওয়ার পর সে পরিষদে উপস্থিত হয়নি।
সেই সাথে গতকাল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো সংবাদ সম্মেলন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বাবা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান, আমি ২ বারের নির্বাচিত চেয়ারম্যান, আমার ছোট ভাই সারোয়ার আলম তালুকদার দুই বারেরনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান । একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আমি ও আমার পারিবারিক সুনাম নষ্ট করার পাঁয়তারা করছে।