ads
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও ইফতার মাহফিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত
শেরপুর সদর -১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা,শহীদ পরিবার এবং আহতদের সম্মানে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শনিবার দুপুরে পৌর শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর সদর -১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ডাঃ আনোয়ার হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সবুজের মাতা সবুজা বেগম, মাহবুবের মাতা মাহফুজা বেগম, বকুলের স্ত্রী নিলুফা আক্তার, সৌরভের বড় ভাই শুভন মিয়া, জীবন্ত শহীদ তালহা, শিবলী নোমানী, আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী জেলা সমন্বয়ক নাহিদ আহম্মেদ নিলয়, যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, পৌর শহর জামায়াতের আমির মাওলানা নূরুল আমীন সহ ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বাতেন। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ১৬:২৫
  • ১৮:০৯
  • ১৯:২২
  • ৬:১২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102