শেরপুরের পৌর শহরে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসকরা স্ত্রী ও প্রসূতি রোগ, চর্ম, শিশু, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের প্রায় এক হাজার মানুষের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক শাহরিয়ার শাকির, সামাজিক সংগঠন ‘আজকের তারণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন, স্থানীয় সেচ্চাসেবী সংগঠন ‘বাংলাদেশ একতা সংঘ’র সভাপতি আরিফুর রহমান আকিব, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।