শেরপুরে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয় নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতি। পানিবন্দী হয়ে পড়ে এসব উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দেয় খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ঠিক সেসময়
বন্যাকবলিতদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন প্লাজা। সোমবার (১৪ অক্টোবর) দিনব্যাপী ওয়ালটন প্লাজার পক্ষ থেকে এবং ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ উপলক্ষ্যে জেলার সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতি উপজেলায় বন্যার্ত মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ অন্যানো খাদ্য সামগ্রী।
উপহার সামগ্রী বিতরনকালে ময়মনসিংহ ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মনোয়ার হোসেন, জামালপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার ফারুক আহাম্মেদ, রিজনাল ক্রেডিট ম্যানেজার রাশেদুজ্জামান রাসেল সহ জামালপুর এরিয়ার ওয়ালটন প্লাজার ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।