শেরপুর: শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক উদ্যানে চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। আজ বিকেলে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।
জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মলয় মোহন বল, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।
এবারের বই মেলায় প্রতি ঘন্টায় ঘন্টায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।