ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

শেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট উদ্বোধন: চ্যাম্পিয়ন ভিক্টোরিয়াকে হারিয়ে আইডিয়ালের শুভসূচনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫ বার পঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শেরপুরে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫।

শেরপুর সরকারী কলেজ মাঠে ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বেলুনের ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় গত চারবারের চ্যাম্পিয়ন সরকারী ভিক্টোরিয়া একাডেমীকে ৪২ রানে পরাজিত করে শুভসূচনা করেছে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল।

বিসিবি’র ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকা (নর্থ) শেরপুর ভেন্যুতে জেলা সদরের ৪টি স্কুল এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে প্রতিদ্ব›িদ্বতা করছে।

কুয়াশার কারণে সকালে খেলা শুরুর বিলম্ব হলে ৫০ ওভারের ম্যাচ কার্টেল করে ৪০ ওভারে নির্ধারণ করা হয়। টস জিতে সরকারী ভিক্টোরিয়া একাডেমী ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল দলকে। আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল প্রথমে ব্যাট করে ৩০ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৭৩ রান করে। জবাবে সরকারী ভিক্টোরিয়া একাডেমী ব্যাটাররা লড়াই করলেও ৩৪ ওভার ১ বলে ১৩১ রানে অলআউট হলে ৪২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আইডিয়ালের ক্রিকেটাররা। খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রউফ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।

সংক্ষিপ্ত স্কোর : আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল-১৭৩/১০, ৩০.৪ ওভার (আমিমুল ৩০, আলামিন ২৭, আদনান ২২, অতিরিক্ত ৩৩, জায়েদ ইকবাল ৩/২৫, আহসান হাবীব ২/৭, রাজন ২/৯)। সরকারী ভিক্টোরিয়া একাডেমী-১৩১/১০, ৩৪.১ ওভার (সানজিদ আল রোশান ২৭, সাদ ২২, রাজীব শাহিনুর ২০, অতিরিক্ত ২০, সিয়াম হাসান-৪/২৯, আব্দুর রহিম ২/২০, মো. জাকির ২/২৩)। আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল ৪২ রানে জয়ী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102