তৃতীয় স্বামী রোশন সিংয়ের থেকে আলাদা হয়ে অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডে কান পাতলে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে গত চার মাস ধরে। আবার এমন গুঞ্জনও রয়েছে, নতুন প্রেমিকের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক আগের মতো নেই।
সপ্তাহখানেক আগে অভিরূপকে ইনস্টাগ্রামে আনফলো করে রাখেন টলিউড নায়িকা। তাতে সবাই ভেবে নিয়েছিলেন, শ্রাবন্তীর এই প্রেমটাও বোধহয় টিকল না। কিন্তু যা চোখে দেখা যায়, তা সব সময় সত্যি হয় না। সে কথাই যেন প্রমাণ করে দিলেন শ্রাবন্তী। পুরনো ছবি নতুন করে বুঝিয়ে দিল, তাদের রসায়ন আছে আগের মতোই।
বর্তমানে ইনস্টাগ্রামে ঘুরপাক খাচ্ছে শ্রাবন্তী এবং অভিরূপের একটি ছবি। ঘনিষ্ঠদের সঙ্গে পয়লা বৈশাখ উদযাপন করেছিলেন তারা। সেদিন লাল পাঞ্জাবিতে সেজেছিলেন অভিরূপ। খোলা চুলে, বেইজ রঙের পোশাকে নিজেকে সাজিয়েছিলেন শ্রাবন্তী। আনন্দের মুহূর্তগুলোকে কাছের মানুষদের সঙ্গে লেন্সবন্দি করেছিলেন তারা। যদিও শ্রাবন্তীর প্রোফাইলে সে সব ছবি দেখা যায়নি।
এই অভিনেত্রী কলকাতায় যে আবাসনে থাকেন, সেখানে থাকেন অভিরূপও। বর্তমানে তারা নাকি একসঙ্গে থাকছেন। অভিরূপের পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক শ্রাবন্তীর। কয়েক মাস আগে চুপিচুপি প্রেমিকের সঙ্গে পাহাড়েও ঘুরে এসেছিলেন নায়িকা। তবে কি বিতর্ক এড়াতেই ইনস্টাগ্রামে এই ফলো-আনফলো খেলা? উত্তর জানেন শুধুই শ্রাবন্তী।
এদিকে, কয়েক মাস আগে শ্রাবন্তী ডিভোর্স চেয়ে আদালতে আবেদন করলেও তা চান না নায়িকার তৃতীয় স্বামী রোশন সিং। তিনি পাল্টা আবেদন করেছেন, সংসারটা যেন টিকে থাকে, শ্রাবন্তী যেন তার সংসারে ফিরে আসেন। গত মাসে তার শুনানিও হয় কলকাতার একটি আদালতে। কিন্তু সেখানে রোশন উপস্থিত থাকলেও দেখা মেলেনি শ্রাবন্তীর।
এরপর আদালত আরও একটি শুনানির দিন ধার্য করে দেয়। এ মাসের শেষ দিকে সেই শুনানি অনুষ্ঠিত হবে। এদিন আদালতের তরফ থেকে শ্রাবন্তী-রোশন দুজনকেই উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা কি আবার এক ছাদের নিচে থাকবে নাকি দুজনের পথ চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে, ঠিক হবে সে দিনই।