সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফরিদুজ্জামান।
বুধবার বিকালে ( ২২ ডিসেম্বর) মামদামারী রাইসমিলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি সোলায়মান রহমান মঞ্জনু। মোহাম্মদ নাফিউল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক আকরাম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি জিএম বাবুল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমরান হাসান রাব্বি, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম সহ জেলা ও উপজেলার সাংবাদিকরা।